নতুন আইন! নিয়ম ভাঙার ফল লেখা থাকবে বোর্ডে

শিলিগুড়ি: নতুন আইন এনেছে রাজ্য সরকার।তাই আজ থেকেই লাগানো শুরু হয়ে গেল বোর্ড।যে বোর্ডে লেখা থাকবে আইন ভাঙার ফলাফল কি হতে পারে।গত সপ্তাহে রাজ্য সরকারের করা এই নতুন নিয়মে শোরগোল ফেলে দিয়েছে শহর শিলিগুড়িতেও।

    হেলমেট না পড়লে একহাজার টাকা ফাইন দিতে হবে,আপাতত এই নির্দেশ মাথা ঘুরিয়ে দিয়েছে সাধারন নাগরিকদের,তাই তাদের সতর্ক করতে শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে লাগানো হল বোর্ড,যাতে প্রত্যেক নাগরিকদের চোখে পড়ে এই সরকারি নতুন নির্দেশ।শিলিগুড়ি ট্রাফিকের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়ম ভাঙলে কোন রেয়াত করা হবে না,সে তিনি যেই হোক না কেন।তাই আজ থেকেই কড়া হুশিয়ারি শিলিগুড়ি ট্রাফিকের পক্ষ থেকে।তবে এ নিয়ে সাধারন মানুষ কতটা সতর্ক হবেন এটা এখন সময়ই বলে দেবে জানালেন শিলিগুড়ি ট্রাফিক পুলিশের এক অন্যতম বড় কর্তা।শিলিগুড়ি এমনিতেই জেরবার ট্রাফিক যন্ত্রনায়,তার উপরে এই সরকারি নিষেধাজ্ঞা এখন মানুষের মনে কতটা প্রভাব ফেলবে সেটা এখন বোঝা না গেলেও আগামী সাতদিনের মধ্যেই বুঝতে পারা যাবে বলে জানালেন এক বিখ্যাত ট্রাফিক আইন বিশেষজ্ঞ সুব্রত সরকার।তিনি আরো জানলেন মানুষ সতর্ক হলেই সব সমস্যা মিটবে কিন্তুু মানুষ সতর্ক হচ্ছে কোথায়?