|
---|
জলপাইগুড়ি: মিড ডে মিলের খাদ্য সামগ্রী সরবরাহের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের নাসিরুদ্দিন হাই স্কুলে।
অভিযোগ, ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাদ্যসামগ্রীর সঙ্গে প্রায় প্রতি মাসেই পচা আলু দেওয়া হচ্ছে। চলতি মাসেও মিড ডে মিলের খাদ্য সামগ্রীর সঙ্গে পচা আলু দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। মিড ডে মিলের খাদ্য সামগ্রী সরবরাহের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ ব্যাপক দুর্নীতি করছে বলে অভিযোগ তোলেন তারা। এই নিয়ে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের নাসিরুদ্দিন হাই স্কুলে।
শীতের মরশুমে এখন কম দামে নতুন আলু পাওয়া যাচ্ছে। তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাদ্যসামগ্রীর সঙ্গে প্রায় প্রতি মাসেই পচা আলু দেওয়া হচ্ছে এখানে বলে অভিযোগ। অন্যান্য সামগ্রীও পরিমাণে কম দেওয়া হচ্ছে বলে অভিভাবকরা জানান।তারা জানিয়েছেন গত একবছর ধরেই তারা এই ব্যাপারটি লক্ষ্য করছেন কিছু বলেন নি,কারন সমস্যা থাকতেই পারে,কিন্তুু তারা যখন দেখলেন সব জায়গাতে ঠিকঠাক দেওয়া হচ্ছে এই মিড ডে মিল তখন তারা এই ব্যহাপারটি জানিয়ে দেন স্থানীয় প্রশাসনকে।প্রশাসন থেকে এই ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের ব্যাপারে আলোচনা করা হবে বলে জানা গেছে।