|
---|
জলপাইগুড়ি: হাত জোড় করে মাস্ক পড়ার আবেদন তৃণমূল কর্মীদের। বুধবার সকালে জলপাইগুড়িতে করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন সকালে জলপাইগুড়ির ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা বউ বাজার এলাকায় যারা মাস্ক পড়েনি তাদের মাস্ক পড়িয়ে মানুষ কে সচেতনতা করেন। এই দিন কয়েক শতাধিক মানুষ দের মাস্ক পড়িয়ে দেন তারা। পাশাপাশি স্যানিটাইজার ও বিলি করেন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের হাত জোড় করে মাস্ক পড়ার আবেদন করেন।
মঙ্গলবারের মতন করোনা বিধি লঙ্ঘনকারীদের সচেতন করতে এদিনও রাস্তায় দেখা গেল পুলিশ প্রাশাসনকে। এদিনও যারা মাস্ক না পড়ে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের ধরে নিয়ে এসে করানো হয় করোনার র্যাপিড এন্টিজেন টেস্ট। জলপাইগুড়ি পুলিশ প্রশাসন সাথে সহযোগিতায় এগিয়ে এসেছেন পৌরসভা চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী সহ জলপাইগুড়ি প্রশাসক বোর্ডের অন্যরা।