|
---|
সেখ সামসুদ্দিন : ৫ জানুয়ারি আজ বুধবার মেমারি বিডিও অফিসে মেমারি ১ ব্লক প্রশাসনের উদ্যোগে কোভিড বিধি বিষয়ক বিশেষ বৈঠক আয়োজিত হয়।মেমারি ১ ব্লকের বিডিও অফিস অডিটোরিয়াম কক্ষে প্রশাসনের উদ্যোগে কোভিড বিধি বিষয়ক বৈঠকে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক আলী মোহাম্মদ ওয়ালি উল্লাহ, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম সহ জেলা পরিষদের সদস্য মামুনি মুর্মু, এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ হর্ষ ঘোষ প্রমুখ। বৈঠকে উপস্থিত সকল সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয় আপাতত সমস্ত ধরনের মেলা বাতিল, করোনা নিয়ম-নীতি মেনে চলা ও সচেতন থাকার নির্দেশ দেন মেমারি ১ ব্লক আধিকারিক আলী মোহাম্মদ ওয়ালি উল্লাহ।