|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: কয়েকদিন যাবত মালদা মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্কে মিলছে না রক্ত। ব্লাড ব্যাঙ্কের ভাঁড়ার শূণ্য, এমন অবস্থায় বুধবার ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও পাকুয়াহাট সমবেত প্রয়াসের আহ্বানে সাড়া দিয়ে বামনগোলা ব্লকের হাঁসপুকুর ভাইবন্ধু সংস্থা করোনা মহামারীর আতঙ্ক কাটিয়ে অসহায় মুমূর্ষুরোগী ও হতভাগ্য থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করে নজির গড়লেন । শিবিরে ২২ জন রক্তবন্ধু স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডা: তুষার কান্তি বণিক সম্পাদক বরুণ কুমার সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার রক্তদান আন্দোলনের কর্মী সুরজিৎ কুমার মন্ডল, সাধন সংঘ আশ্রমের অন্যতম ভক্ত মিলি দাস প্রমূখ।