|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের রক্তের ভাঁড়ার শূন্য। হবিবপুর ব্লকের শ্রীরামপুরের আনন্দ সরদার মালদা মেডিক্যাল কলেজে ভর্তি। গতকাল থেকে রক্তের জন্য হন্যে হয়ে খোঁজ করছে। রক্ত না পাওয়ায় তারাশঙ্কর ট্রাস্টের কর্ণধার তারাশঙ্কর রায় কলকাতা থেকে বুধবার সকালে রক্ত দান করে মানবিকতার নজীর গড়লেন । রক্ত দানের সময় উপস্থিত ছিলেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা। সংকটময় মুহূর্তে রক্তদানের জন্য তারাশঙ্কর কে শুভেচ্ছা অভিনন্দন জানান এবং জনসাধারণের উদ্দেশ্যে বলেন রক্তদানের মতন মহৎ কাজে সকলকে আসার জন্য অনুরোধ জানান।