|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ২৪ ঘণ্টার বনধকে ঘিরে গোটা রাজ্যের সাথে বীরভূমের সালবাদরাতেও মিলেছে মিশ্র সাড়া ।
আজ ১৪ দফা দাবি কার্যকর করতে ধর্মঘট এর সমর্থনে বন্ধ পালিত হলো শালবাদড়া শিল্পাঞ্চলে।
উপস্থিত ছিলেন মাসড়া অঞ্চলের বামফ্রন্ট আহ্বায়ক আলমায়ন শাদীদ। CPIM এর গনসংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আলম মিঞা, তাহের আনসারী,জীয়ারুল সেখ ও মহ: সামসুদ্দিন। FB এর পক্ষে উপস্তিত ছিলেন মান্নান মিঞা,সোমেন মুর্মু ও অনিল বায়েন।
এদিন সকাল ৬টা থেকে বন্ধ কর্মসূচি পালন করা হয়।
বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন এলাকার শ্রমিকরা।
বন্ধ সফল হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মাসড়া অঞ্চলের বামফ্রন্টের নেতৃত্ব।