|
---|
খান আরশাদ, রাজনগর
গত মঙ্গলবার কলকাতার বিদ্যাসাগর কলেজে মহামণিষী ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মুর্তিকে ভেঙ্গে চুরমার করে একদল গেরুয়া বস্ত্রধারী দূস্কৃতি। এনিয়ে সারা রাজ্য তোলপাড়।তৃনমূল কংগ্রেসের দাবী এরা বিজেপি। এরাই এসব দুস্কর্ম করেছে। বিজেপি বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে। মণিষীর মূর্তি ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যব্যাপী আজ মিছিল করছে তৃনমূল। জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরেও তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় বুধবার বিকেলে। বিদ্যাসাগরের প্রতিকৃতি সহ কালো পতাকা নিয়ে তৃনমূলের দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয় এবং রাজনগর বাজার পরিক্রমা করে। উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারম্যান সুকুমার সাধু, প্রানতোষ ওঝা, রানা প্রতাপ রায়, মহঃ সরিফ সহ অন্যান্য তৃনমূল নেতা কর্মীরা। অপরদিকে তৃনমূল-কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুরেও ধিক্কার মিছিল করা হয়। তৃনমূল নেতা পীযূষ পান্ডের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন দুবরাজপুর পৌরসভা এলাকার তৃনমূল কর্মী-সমর্থকরা।