বিজেপিকে ভোট দেয়ার অপরাধে মারধোর করলো বিজেপি সমর্থক কে

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: নদীয়ার কোতোয়ালি থানার অন্তর্গত বাংলা বিজেপি কে ভোট দেয়ার অপরাধে বিজেপি কর্মী কে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হলো এলাকায়।বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।সূত্রের খবর, শুক্রবার রাতে নদিয়ার কৃষ্ণনগর ভাতজাংলা নতুন কালীপুরের বাসিন্দা রাহুল মাঝি একটি দোকানে কাজ করছিল। অভিযোগ, সেই সময় দিলীপ এবং কার্তিক নামে দুই তৃণমূল এর সক্রিয় কর্মী তাঁর উপর চড়াও হয়। তাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়। কাকে ভোট দিয়েছিস। যদিও ওই বিজেপি কর্মী কোন উত্তর না দেওয়ায় তারা নিজেরাই বলে ওঠে বিজেপিকে ভোট দিয়েছিস জয় শ্রীরাম কে বলে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে। খবর পেয়ে রাহুল মাঝি পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোগীর অবস্থার অবনতি হওয়ার কারণে চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন।নদিয়া বিজেপির প্রচার প্রমূখ সন্দীপ মজুমদার জানান জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে অভিযোগ। তবে এই ঘটনার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।