|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের কাঁকড়তলা থানার কদমডাঙ্গা গ্রামে এক ব্যাক্তির খামারবাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণ হওয়ায় আতঙ্ক ছড়ায়। জানা গেছে আজ সকালে কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যাক্তির খামারবাড়ি থেকে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আব্দুর রহমান একজন স্থানীয় তৃনমূল নেতা। প্রাথমিকভাবে অনুমান তাঁর ওই খামারবাড়িতে বোমা মজুত করে রাখা ছিল। বিস্ফোরণে খামারবাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও ওই খামারবাড়ির মালিক আব্দুর রহমান জানান তাঁর খামারবাড়িতে কোন বোমা ছিলনা। তাঁকে ফাঁসানোর উদ্দেশেই হয়তো বিরোধীরা সেখানে বোমাগুলো রেখে গেছে। এসব দুষ্কৃতিদের কাজ হতে পারে। এই ঘটনার সসাথে তাঁর কোন সম্পর্ক নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।