|
---|
নতুন গতি, মালদা ,৩১ জুলাইঃঃ একের রক্তের অন্যের জীবন রক্ত হোক ঐক্যের বাঁধন এই শ্লোগানকে সামনে রেখে এদিন বুধবার ১০টা ৩০ মিনিট নাগাত রক্তদান শিবির আয়োজ করাহয় মালদার মোথাবাড়ি নতুন চক্রের দামোদর টোলা প্রাথমিক বিদ্যালয় উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন রক্তের জোগান দিতে উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধান সভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন এছাড়াও মালদা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ আশিষ কুন্ডু,কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় ঘিসিং,মোথাবাড়ি নতুন চক্রের এস.আই অনয় বন্দ্যোপাধ্যায়,মোথাবাড়ি থানার ইন.চার্জ সৌম্যজিৎ মল্লিক ও শিক্ষা অনুরাগী অজিত কুমার সরকার সহ বিভিন্ন ব্যক্তিগন।
মোথাবাড়ি বিধান সভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন বলেন যে ভাবে রক্তের সংকট দেখা দিয়েছে তার জন্য সকলের এগিয়ে আসা দরকার রক্ত দান জীবন দান। অনেক সময় থ্যালাসেমিয়া রুগীদের ভুক্তভোগী হতে হয় রক্তের অভাবে।