|
---|
নিশির কুমার হাজরা, শান্তিনিকেতন। বীরভূম জেলার আশ্চর্য ঘটনা! স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শিবের বাহন নন্দী দুধ খাচ্ছেন ঘটনার কথা কানাকানি হওয়ায় প্রতিবেশীদের ঢল পড়ে যায় মন্দির চত্বরে! ঘটনা নিয়ে স্থানীয়দের নানান মত! ঘটনাটি ঘটেছে বোলপুর থানা ১১ নম্বর ওয়ার্ডের হাটতলা রামসাগর পশ্চিম পাড়ায়! সেখানে একটি কালী মন্দির ও শিব মন্দির পাশাপাশি রয়েছে!
বুধবার সকালে শিব মন্দিরে শিবের বাহন নন্দী চামচ থেকে দুধ টেনে খাওয়ার ঘটনা চোখে পরে স্থানীয়দের! তারপরেই মন্দির চত্বরে ভিড় জমতে থাকে ভক্তদের! পাশাপাশি ভক্তরা নন্দীকে দুধ ও গঙ্গা জল খাওয়াতে যাচ্ছেন! স্থানীয়দের অনেকেই এই ঘটনা দাবি করেছেন, শ্রাবণ মাসে ভগবান শিবের মহিমা বলে!
স্থানীয় বাসিন্দা অঞ্জলি দে জানান, আজ হঠাৎ করে এই ঘটনা দেখলাম! দুধ গঙ্গাজল দুটোই খাচ্ছে নন্দী! কিন্তু কেন খাচ্ছে তা জানিনা! স্কুলপড়ুয়া সায়ন্তনী দে জানাই, আমি নিজে হাতে দুধ খাওয়ালাম! নন্দী খেয়ে নিচ্ছে!
তবে এমন ঘটনা এ রাজ্যে বা এদেশে প্রথম নয়। এর আগেও আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি শিবের জল খাওয়া অথবা মন্দিরে কান পাতলে শুনতে পাওয়া ওম নমঃ শিবায়। আবার কখনো ঘুঙুরের শব্দ ইত্যাদি।
সেসব অনেক রহস্যই বিজ্ঞান এর কাছে ধরা পড়েছে। আবার কোন ও রহস্য এখনো বের হয়নি এমন ও রয়েছে। আর শান্তিনিকেতনে এমন ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দের সাথে ও আলোচনা করা হয়। বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা জানান, শিবের বাহন নন্দীর দুধ টেনে নেওয়ার ঘটনা কোন ও রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটছে। তার ফলেই ওই মূর্তিটি শুধু দুধ নয়, তরল জাতীয় উপাদান ও টেনে নিচ্ছে।