রাত্রিবেলায় রক্তদান সাগরদিঘি ব্লাড সেন্টারে।

সংবাদদাতা : সাগরদিঘি হাসপাতালে চিকিৎসাধীন রোগী কণিকা মালের হিমোগ্লোবিন ৩.৪ হয়ে যাওয়ায় জরুরী রক্তের প্রয়োজন হয়ে পরে উনার। সকাল থেকে ‘এ+পজেটিভ’ রক্তের জন্যে এদিক ওদিক ঘুরে বেড়িয়েছেন কণিকা মাল এর স্বামী সুবোধ মাল। কোথাও না পেয়ে অবশেষে বিশিষ্ট নাট্যবিদ রবিন দত্ত মহাশয় এর সংঙ্গে যোগাযোগ করেন তিনি। ঘড়িতে তখন সন্ধ্যা ৭:১৫। তারপর রবিন দত্ত মহাশয় সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসকে তৎক্ষনাৎ রক্তের প্রয়োজনীয়তার কথা বলেন। রবিন দত্ত মহাশয় এর এক কথায় সঞ্জীব রাত্রি ৮ টায় রক্তদাতার সাথে যোগাযোগ করেন। রাত্রি ৮:৪৫ সে সাগরদিঘির জুগোর থেকে মোজাফফর হোসেন নামে এক যুবক’কে সঙ্গে নিয়ে এসে সাগরদিঘি হাসপাতাল ব্লাড ব্যাংকে তিনি নিজেই উপস্থিত থেকে রক্তদান করান। রক্তদানের পর তিনি রক্তদাতাকে অসংখ্য ধন্যবাদ জানান এবং রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন।