|
---|
বাইজিদ মণ্ডল, মগরাহাট:- রাত পোহালেই আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সভাকে সামনে রেখে, এদিন মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের মাদ্রাসার ঠেস হইতে শিরাকল মোড় পর্যন্ত পদযাত্রা ও একটি প্রস্তুতি জনা সভা অনুষ্ঠিত। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,দক্ষিণ ২৪ পরগানা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা,জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি,সুন্দরবন সাংগঠনিক জেলার এস সি ও বি সেল মহিলা সভা নেত্রী সঙ্গীতা হালদার, মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের যুব কার্যকারী সভাপতি নাজবুল দপ্তরী,এছাড়াও উপস্তিত ছিলেন শিরাকল পঞ্চায়েত প্রধান আব্দুর রহমান মোল্লা,ফেলুরাম হালদার সহ মগরাহাট পশ্চিম এ সকল প্রধান উপপ্রধান সহ তৃনমূল কংগ্রেসের সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ।লোকসভা ভোটের আগেই তৃণমূলের এই প্রস্তুতি সভায় বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা বলেন,কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা,আবাস যোজনা ঘরের টাকা,রাজ্য সরকারের পাওনা বকেয়া টাকা না দেওয়ার জন্য,কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং কর্মীদেরকে ব্রিগেডে জনগর্জন সভায় যাওয়ার জন্য আহ্বান করেন।