একদিনে সাড়ে চার হাজার মামলার নিষ্পত্তি জাতীয় লোক আদালতে

ইয়াসমিন খাতুন, সিউড়ী: শনিবার জাতীয় লোক আদালতে একদিনে সাড়ে চার হাজারের মতো মামলার নিষ্পত্তি হলো বীরভূমে। এদিন জেলা সদর সিউড়ী, রামপুরহাট ও বোলপুর আদালতে বসে জাতীয় লোক আদালত। ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে সারা দেশেই এবছরের মতো দ্বিতীয় জাতীয় লোক আদালত ছিলো। পশ্চিমবঙ্গ রাজ্য আইনী পরিষেবা কতৃপক্ষের পরিচালনায় শনিবারও পশ্চিমবঙ্গের সব জেলা ও মহকুমা আদালতে বসে লোক আদালত। শনিবার বীরভূমের সিউড়ী, বোলপুর ও রামপুরহাট আদালতে মোট ২০ টি বেঞ্চ বসে, সেখানে জিআর, এনজিআর,ব্যাঙ্কের অনাদায়ী ঋণ আদায় ও মামলার নিষ্পত্তি, এমভি এাক্ট, ডিএম এ্যাক্ট, ইলেকট্রিক, টেলিফোন বিল সংক্রান্ত সহ একাধিক মামলার নিষ্পত্তি হয়। দিনের শেষে জেলার তিনটি আদালতে মোট সাড়ে চার হাজারের মতো মামলার নিষ্পত্তি হয়। জরিমানা বাবদ আদায় হয়েছে ৮ কোটী ২৮ লক্ষ টাকা বলে জানা গেছে ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি সূত্রে।

     

    শনিবার জাতীয় লোক আদালত চলায় এদিন সকাল থেকেই সিউড়ী আদালত চত্বরে ভীড় থিক থিক করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারন মানুষ তাদের মামলার নিষ্পত্তি করতে পেরে খুশী হয়েছেন। সিউড়ী সহ বোলপুর ও রামপুরহাট আদালতে ছিলো বিশেষ পুলিশি ব্যাবস্থা। ভীড় সামাল দিতে পুলিশ কর্মীরাও ছিলেন তৎপর। সিউড়ী আদালতে লোক আদালত পরিচালনা করেন ও সব বেঞ্চ ঘুড়ে ঘুড়ে তদারকি করেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুর্পনা রায়। কোনো বেঞ্চে যাতে অসুবিধা না হয় তার তদারকি করেন তিনি। লোক আদালতে মামলার নিষ্পত্তি করের বিচারক মহাশয়গণ, ছিলেন টিম মেম্বার হিসেবে আইনজীবিরা, লোক আদালত পরিচালানায় সহযোগিতা করেন প্যারা লিগ্যাল ভলেনটিয়াররা। এদিন বহু মামলার নিষ্পত্তি হওয়াই সাধারন বিচারপ্রার্থীরা যেমন খুশি তেমনি খুশি আইন মহলও।