|
---|
মহিউদ্দীন আহমেদ: ভোটের আগে বিজেপি এনআরসি- সিএএ নিয়ে বিভাজনের রাজনীতি করলেও আমরা তা হতে দেব না। পশ্চিমবঙ্গে “এক বৃন্তে দুটি কুশুম হিন্দু মুনলমান”। ভেদাভেদের রাজনীতি বাংলায় চলবে না। আমরা হিন্দু মুসলিম খ্রীষ্টান বৌদ্ধ সহ সব ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এক সঙ্গে ছিলাম, আছি ও থাকবো। একান্ত সাক্ষাতকারে একথা বলেন মালদহ জেলা পরিষদের সদস্য চাঁচলের তৃনমূলের নেতা জনপ্রিয় নেতা সামিউল ইসলাম। তিনি একান্ত সাক্ষাতকারে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে বিয়াল্লিশ আসনের মধ্যে বিয়াল্লিশ টাই আশাবাদী। কেন্দ্র একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে, গরীব মানুষের বাড়ীর টাকা দেয় না, শুধু ধর্ম ও জাতপাত নিয়ে রাজনীতি আর ভোটের আগে এনআরসি- সিএএ এর জিগির তুলে মানুষকে চরম বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। সম্প্রতী বাংলার একাধীক জেলায় আধার কার্ড নিস্ক্রীয় করার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে নামেন। সে প্রসঙ্গ তুলে সামিউল ইসলাম বলেন, আধার নিয়ে যে চক্রান্ত হচ্ছিলো তা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে সিপিআইএম, কংগ্রেস সে ভাবে প্রতিবাদে নামে নি, দিদি একাই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তা আটকালেন। বাংলার মানুষকে সব দিক থেকে রক্ষা করবেন দিদিই। মালদহ জেলা পরিষদের পরপর দুবারের সদস্য সামিউল বলেন, তিনি তার নির্বাচনী এলাকার রাস্তা, পানীয় জল সহ সার্বিক উন্নয়নে সমান কাজ করে যাচ্ছেন। সাধারন মানুষের সুবিধার্থে জন পরিষেবা দেবার যা দরকার সবই তিনি সমানে করছেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে লোক সভা বা ছাব্বিশের বিধানসভা নির্বাচন সব সময়ই তার দল এগিয়ে থাকবে বলে দাবী করেন তিনি।