|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : গতকাল ছিল মালদা জেলার অন্তর্গত কালিয়াচকের সমাজসেবী আলমগীর খানের ভাইয়ের বিয়ের বৌ-ভাত। পরিবেশের কথা মাথায় রেখে তারা প্রায় ১০০টা চারাগাছ তুলে দেয় সকল আপনজন মানুষের মধ্যে। সকলে দেখে একটু হলেও অবাক হয়েছিল। সবাই একেওপরের সঙ্গে কুনফুসি করছিলো এবং একেওপরে বলাবলি করছিল যে এ কেমন কান্ড? কালিয়াচকের বুকে এই প্রথম সকলে দেখলো যে গিফট দিতে এসে রির্টান গিফট পাচ্ছে তারা। সকলে খুব খুশি হয়েছে এই রির্টান গিফট পেয়ে। তাদের এই উদ্যোগ আমন্ত্রিত মানুষদের কাছেও বেশ প্রশংসিত ছিল। এই রকম এক স্মরণীয় দিনে তারা অনেকের মাঝে চারা গাছ বিতরণ করতে পেরেছে বলে খুব খুশি।
আমাদের প্রতিনিধি এই রকম এক অভিনব উদ্যোগের কারণ জানতে চাইলে আলমগীর খান জানান যে, “আমাদের সকলের জানা পৃথিবতে দিনের পর দিন লক্ষ লক্ষ গাছ কাটা পড়ছে। যত পরিমাণ গাছ কাটা হচ্ছে সেই পরিমাণ মতো গাছ লাগানো হচ্ছে না। একদিকে পুড়ছে পৃথিবীর ফুসফুস আমাজন। সকলেই খুব চিন্তিত এই পরিবেশ নিয়ে। তাই পরিবেশ এর কথা মাথায় রেখে আমি বা আমরা এই উদ্যোগ নিয়েছি আমি। সকলে যদি একটা করে গাছ লাগাই তাহলে প্রায় ১০০ কোটি গাছ লাগানো যাবে। তাতে পরিবেশের কিছুটা ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসা যাবে বলে জানান আলমগীর। এই কাজ কে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন রকম মানুষ।।