|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: ব্রাউন সুগার এবং নগদ ১১ লক্ষ টাকা সহ দুইজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার মহদিপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, প্রসেনজিৎ ঘোষ (২৫)। বাড়ি কালিয়াচক এলাকায়। এবং নিশারুল ইসলাম (২৪)। বাড়ি বৈষ্ণবনগর এলাকায়। পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার।একটি ৪ চাকা গাড়ি এবং নগদ ১১ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে মাদক কারবারির সঙ্গে যুক্ত দুই যুবক।শুক্রবার ১০ দিনের হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় ধৃতদের।