মৎস্যজীবীর জালে পড়ল লুপ্তপ্রায় বিরল প্রজাতির বিশালাকার কচ্ছপ উদ্ধার

বাবলু হাসান লস্কর, সুন্দরবন: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি রেঞ্জের অধীনস্থ ঢাকির ব্রিজ সংলগ্ন মনি নদী তে স্থানীয় মৎস্যজীবীদের জালে ধরা পড়লো বিশাল আকারে দুইটি কচ্ছপ। কুলতলির চুপড়িঝাড়া অঞ্চলের মুদি পাড়ার বাসিন্দার নয়ন মুদি তিনি মাছ ধরতে জাল পেতেছিলেন মঙ্গলবার প্রত্যুষে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৎস্যজীবী দেখতে পান তার জালে কিছু একটা টানাটানি করছে। সাথে সাথে তিনি জাল তোলার ব্যবস্থা করে। জাল তুলতে চক্ষু চড়কগাছ বিশাল আকারে একটি কচ্ছপ ও অপর টি ছোট। বিশাল আকারের কচ্ছপের খবর সাথে সাথে পৌঁছায় কুলতলীর ঝুপখালি পুলিশ ক্যাম্পে।

    পুলিশ কর্মীরা কচ্ছপ দুটিকে উদ্ধার করে নিয়ে আসে কুলতলী থানায়। কুলতলী থানার আইসি, অর্ধেন্দু শেখর দে সরকার তিনি বিরল প্রজাতির কচ্ছপ দুইটি বারুইপুর রেঞ্জের পিয়ালী বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেন। সমুদ্রে এদের দেখা গেলেও প্রজননের সময় এরা ছোট ছোট নদীখাড়িতে চলে আসে