|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-শারদীয়ার শুভারম্ভে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে গোয়ানারা গোবিন্দপুর নবারুণ সংঘ দুর্গোৎসব কমিটির খুটিপূজো অনুষ্ঠিত হলো। নবারুণ সংঘের ১৫ তম বর্ষের খুটিপূজো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সভাপতি তথা গোয়ানারা গোবিন্দপুর নবারুণ সংঘের সভাপতি অরুময় গায়েন,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য,নবারুণ সংঘের সম্পাদক মিঠুন পাইক এছাড়াও উপস্থিত ছিলেন নবারুণ সংঘের সকল সদস্য,সদস্যাগন।উপস্থিত সভাপতি অরূময় গায়েন সকলকেই প্রাক শারদীয়ার শুভেচ্ছাও অভিনন্দন জানান। আসন্ন দুর্গাপূজো উপলক্ষে পশ্চিমবঙ্গের সকল অধিবাসীদের শুভেচ্ছাও অভিনন্দন জানান তিনি। পাশাপাশি এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানের কথাও জানান। তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে প্রাথেও করে মানুষের পাশে উন্নয়ন কর্মসূচিতে তিনি সকলের পাশে আছেন। ক্লাব সম্পাদক ক্লাবের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।