|
---|
দেবজিৎ মুখার্জি: ইসলাম ধর্মের নবিকে ‘মর্যাদা পুরুষোত্তম’ বললেন আরজেডি নেতা চন্দ্রশেখর। তিনি বলেন, “মহম্মদ নিখুঁত মানুষ ছিলেন, যাকে বলে মর্যাদা পুরুষোত্তম। যখন বিশ্বব্যাপী অনৈতিকতা বৃদ্ধি পাচ্ছে, মানুষের বিশ্বাস হ্রাস পাচ্ছিল, যখন অশুভ শক্তির রাজত্ব চলছিল, তখন মধ্য এশীয় অঞ্চলে ঈশ্বর মহম্মদকে পাঠান। অসততার বিরুদ্ধে লড়াই এবং দুষ্টের দমন করার জন্য আবির্ভূত হয়েছিলেন মহম্মদ। তিনিই প্রকৃত মর্যাদা পুরুষোত্তম।” এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে গেরুয়া শিবির। তাদের দাবি, মুসলিমদের তোষণের জন্যই এই ধরনের মন্তব্য করেছেন তিনি।