|
---|
সজল দাশগুপ্ত, নতুন গতি, শিলিগুড়ি : বিবেকানন্দ ক্লাবের শ্যামা পূজো উদ্বোধনে বলিউডের খ্যাতনামা অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি। শিলিগুড়িতে যতগুলি বিগ বাজেটের পুজো রয়েছে এই বছর, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিবেকানন্দ ক্লাবের কালীপুজো। এবারে এই পুজোর ৭৬ তম বর্ষে পদার্পণ করল। এদিন এই পুজোর উদ্বোধন। ঝা চকচকে মন্ডক সজ্জা ও আলোকসজ্জায় দুর্দান্ত দেখাচ্ছে পূজো মন্ডপকে। মণ্ডপের বিষয়ে শূন্য তবু শূন্য নয়, মন্ডপের সৃজনের শিব শংকর দাস, প্রতিমা শিল্পী কুমারটুলির নব শংকর পাল, রূপায়নে তাপস পাল। আজ উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিন সন্ধ্যায় বিবেকানন্দ ক্লাবের শ্রী শ্রী শ্যামা পূজার উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব, এছাড়া বলিউডের খ্যাতনামা অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত ক্লাবের শ্রী শ্রী শ্যামা পূজোর উদ্বোধন হয়।