আনন্দময়ীর বার্তা নিয়ে দূর্গা মায়ের আগমন-বিদায় বেলায় বিষাদের সুর

বাবলু হাসান লস্কর  : বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনগুলিতে কর্মসূত্রে থাকা মানুষজন কর্মস্থল থেকে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয় পূজার দিন গুলিতে। কয়েক লক্ষ মানুষজনের জীবিকার সন্ধানে যেতে হয় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে এই সমস্ত মানুষজন-পরিবার পরিজন ছেড়ে থাকা,দীর্ঘ প্রতীক্ষার অবসান উমার আগমনীতে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোর মঞ্জুরি-কাশফুল ফোটা মায়ের আগমনী বার্তা সবার সম্মুখে শ্রী শ্রী দূর্গা মায়ের আগমন।এই বার্তার মধ্য দিয়ে আমাদের সম্মুখে আসে মায়ের পূজা অর্চনার দিন। আর এই দিন গুলিতে ধনী দরিদ্র জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলিত হয়। সকলের পরনে নূতন পোশাক। পিছিয়ে পড়া মানুষ জনের একটু খুশি করতে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে সঙ্গতি সম্পন্ন মানুষজন অসহায় পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিশেষ এই দিন গুলিতে হই হুল্লোড় খাওয়া দাওয়া প্যাণ্ডেলে প্যাণ্ডেলে গিয়ে ঠাকুর দেখা। ধর্ম যার যার উৎসব সবার এই মূলমন্ত্রে দিক্ষিত বাঙালি জনজাতি উপস্থিতিতে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে উপছে পড়ে ভিড়।পরে অশ্রু সজল চোখে উমাকে বিদায় দেওয়ার পালা। আবার প্রতীক্ষায় এক বছর মা তুমি আবার এসো।