সনাতন ধর্মের বিরুদ্ধে মুখ খুললেন গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের এক ধর্মগুরু

দেবজিৎ মুখার্জি: এবার সনাতন ধর্মের বিরুদ্ধে মুখ খুললেন গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের ধর্মগুরু আচার্য দীনেশ প্রসাদ স্বামী। ২৮ আগস্ট তিনি বলেন, “মন্দির থেকে দেব-দেবীর মূর্তি অপসারণ করতে হবে। আমাদের একটি নতুন ধর্ম তৈরি করতে হবে।”

     

    তাঁর এমন মন্তব্যে ক্ষুব্দ হয়েছে গুজরাটের ‘সনাতন’ গোষ্ঠী। এরপরেই দাবি উঠেছে, সহজানন্দ স্বামীর মূর্তির সামনে থাকা হনুমান মূর্তিটিকে সরাতে হবে। সানতন গোষ্ঠীর বক্তব্য, ভগবান রাম ছাড়া আর কারও সামনে হাঁটু গেড়ে এবং করজোরে থাকতে পারেন না ভগবান হনুমান।

     

    এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি রাজ্যের বিজেপি নেতারা। স্বামীনারায়ণ সম্প্রদায়ের ভোটব্যাঙ্ককে মাথায় রেখেই গেরুয়া শিবিরের মুখ বন্ধ, বলছে ওয়াকিবহাল মহল। তবে দুই পক্ষের বিবাদ মেটাতে আসরে নেমেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। স্বামীনারায়ণ সম্প্রদায় এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে করেছেন তিনি এবং অশান্তি মিটেছে বলেই জানানো হয়েছে। যদিও সাধারণ সদস্যদের মধ্যে ধিকিধিকি আগুন জ্বলছে বলেই মনে করা হচ্ছে।