এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উদয়নিধি স্ট্যালিন

দেবজিৎ মুখার্জি: সনাতন ধর্মের পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উদয়নিধি স্ট্যালিন। তিনি বলেন, “নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়েছে। অথচ দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি সেখানে ব্রাত্য। তিনি বিধবা এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বলেই আমন্ত্রণ জানানো হয়নি। এটাই সনাতন ধর্ম? আমরা এর বিরুদ্ধে সরব হব।”

     

    তিনি আরও উল্লেখ করেন, সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করার সময় হিন্দি ছবির অভিনেত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও ব্যক্তিগত পরিচয়ের কারণে রাষ্ট্রপতি বাদ পড়েছেন। এই ধরনের সিদ্ধান্ত ‘সনাতন ধর্ম’-এর প্রভাবকে ইঙ্গিত করে।