ভারতে জনপ্রতিনিধি সংখ্যার নিরিখে পুরুষদের থেকে অনেকটাই পিছিয়ে মহিলারা

দেবজিৎ মুখার্জি: ভারতে জনপ্রতিনিধি সংখ্যার নিরিখে পুরুষদের থেকে অনেকটাই পিছিয়ে মহিলারা। এই মুহূর্তে যেমন সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট সাংসদের মাত্র ১৪ শতাংশের সামান্য বেশি মহিলা। সংসদের দুই কক্ষের ৭৭৮ (কয়েকটি আসন ফাঁকা আছে) জন সাংসদের মধ্যে মহিলা মাত্র ১১৩ জন। যেখানে জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা, সেখানে মহিলা জনপ্রতিনিধির এই সংখ্যা সত্যিই লজ্জাজনক।

     

    রাজ্যসভার তুলনায় লোকসভায় অবশ্য মহিলা সাংসদের সংখ্যা খানিকটা বেশি। এই মুহূর্তে লোকসভার প্রায় ১৫.২ শতাংশ সাংসদ মহিলা। মোট ৫৩৯ জন সাংসদের মধ্যে মহিলা ৮২ জন। রাজ্যসভায় এই শতাংশের হারটা আরও কমে যায়। রাজ্যসভার মোট ২৩৯ সাংসদের মধ্যে মহিলার সংখ্যা মাত্র ৩১। শতাংশের বিচারে সেটা মাত্র ১৩।

     

    মহিলা প্রতিনিধিত্বের ক্ষেত্রে সব দলই পিছিয়ে। আরও একটা উদ্বেগজনক বিষয় এর মধ্যে রয়েছে। সেটা হল অনেক ক্ষেত্রেই সেইসব মহিলাদের প্রার্থী করা হচ্ছে, যাদের স্বামীরা বা পরিবারের পুরুষ সদস্যরা কোনও কারণে ভোটে দাঁড়াতে পারছেন না।