লিপস অ্যান্ড বাউন্ডস মামলা: সম্পত্তির নথি তলব ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দেবজিৎ মুখার্জি: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় সম্পত্তির নথি তলব ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানালেন, “২০২০ সালে আমি প্রথম যেদিন ইডিতে গিয়েছি, সেদিনই আমার যাবতীয় সম্পত্তির হিসাব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস জমা দিয়ে এসেছি। নতুন করে কী জমা দেবে? ওদের কাছে প্রথম থেকেই তো সব আছে।”

     

    তিনি আরো বলেন, “আমাকে পাঁচবার তলব করেছে। চারবার ইডি, একবার সিবিআই। আমার স্ত্রীকে চারবার তলব করেছে। আমি এখন আর ইডি-সিবিআইকে গুরুত্ব দিই না।”