|
---|
লুতুব আলি, নতুন গতি : ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। ১৯৮২ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বজনের উদ্যোগে বাগনান প্রাথমিক বিদ্যালয় বিশ্বশান্তি দিবস পালিত হল। সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু অনুষ্ঠানের সকলকে স্বাগত ও উষ্ণ অভিনন্দন জানান। সমগ্র পৃথিবীব্যাপী হিংসা, বিদ্বেষ, জাতিভেদ মাথাচাড়া দেওয়ায় শুভ বুদ্ধির সম্পন্ন মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলি উদ্বেগ প্রকাশ করেছে। এদিন বাগনান প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের মাঝখানে বিশ্ব শান্তি দিবস টি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। চন্দ্রনাথ বসু চারা গাছ ও বই দিয়ে বিশিষ্ট অতিথিদের ও ছাত্রছাত্রীদের সংবর্ধিত করেন। বাগনান প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা জহুরা খাতুন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে এসে স্বেচ্ছাসেবী সংগঠনটি ছাত্র-ছাত্রীদের বিশ্ব শান্তির পাঠ দিল তা একপ্রকার অভাবনীয়। চন্দ্রনাথ বসু বলেন, এই বাগনান প্রাথমিক বিদ্যালয়ে ই তাঁর শিক্ষাজীবন শুরু। আবার এই বিদ্যালয়ে এসে বিশ্ব শান্তি দিবসের বার্তা দিতে অনুষ্ঠান করায় তিনি ধন্য হয়েছেন। ছাত্র-ছাত্রীরা আগামী প্রজন্মেকে চালনা করবে। এদেরকেই সুশিক্ষা দিতে পারলে বৃহত্তর পরিসরে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। চিত্রশিল্পী সৈকত খাড়া বলেন, সঠিক শিক্ষা দিতে পারলে আদর্শ মানুষ গড়ে ওঠা সম্ভব। এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। এদিনের অনুষ্ঠানে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন, সীমা ব্যানার্জি, শর্মিষ্ঠা দত্ত, সৌরদীপ বোস, সুদীপ কার্ফা, মিহির ভদ্র, শর্মিষ্ঠা কোলে, শুভ্রা কারুই, বিপাশা রাউল প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী পৌলভি মিশরের পরিবার বৃন্দ।