|
---|
সেখ সামসুদ্দিন, ২১ সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পে পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের নিমো ২ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে পিএইচই’র পানীয় জল প্রকল্পের পাম্প মেশিনের উদ্বোধন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আব্দুর রহমান, মোহনপুর-সরডাঙ্গা-চাষাপাড়ার সদস্য মফিজুর রহমান, প্রাক্তন সদস্য আসফার আলী, পিএইচই’র কন্ট্রাক্টর মুন্সী জাভেদ সহ গ্রামবাসীবৃন্দ। বাড়ি বাড়ি জল সরবরাহের এই প্রকল্পে মোহনপুর গ্রামের মুসলিম পাড়ায় শতাধিক পরিবার উপকৃত হবেন বলে জানান প্রধান। গ্রামবাসীরাও নল বাহিত জল বাড়িতে পেয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রীর প্রতি অত্যন্ত খুশি এবং তাকে আশীর্বাদ করেন।