|
---|
নিজস্ব সংবাদদাতা : কলকাতা,পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা,আলিম,ফাজিল স্তরের পঠন পাঠন অত্যন্ত সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রধান কার্যালয় সল্টলেকে মৌলানা আবুল কালাম আজাদ ভবনে পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত সদস্যরা নিজেদের মতামত পোষণ করেন। উপস্থিত ছিলেন বোর্ডের দীর্ঘদিনের সদস্য একেএম ফারহাদ, সচিব সেখ আব্দুল মান্নাফ আলি, উপসচিব ডঃ আজিজার রহমান,সাবানা সামিম,সদস্য হাজী আনসার আলী,আসরাফ আলি,সাকিলুর রহমান,মোজাফ্ফর হোসেন,রহিমা মন্ডল,আরমান আনসারি, জাকির হোসেন প্রমূখ।