বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়ায় জয় শাসক দলের

নতুন গতি নিউজ ডেস্ক: নির্বাচনের আগেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখল করল তৃণমূল। বিজেপির অভিযোগ বিরোধীদের মনোনয়ন জমা করতে দেয়নি তৃণমূল।  সূত্রের খবর, ১৬টি ওয়ার্ডের সাঁইথিয়া পুরসভায় ১৩ টি ওয়ার্ডে তৃণমূল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। শুধুমাত্র ৪, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিতে পেরেছে বিরোধীরা।  ১,৪ এবং ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে সিপিএম। তবে বাকি কোনও ওয়ার্ডে আর প্রার্থী দিতে পারেনি কেউই।

    এদিকে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সহ বলেন, “তৃণমূল সর্বত্র আমাদের প্রার্থীদের মারধর করেছে। পঞ্চায়েতের কায়দায় মনোনয়ন জমা করেছে তৃণমূল। এরা মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু কার্যক্ষেত্রে গণতন্ত্রকে গলা টিপে ধরে”। যদিও কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান তরুণ ঘোষ সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন।  এদিকে ভোট প্রসঙ্গে তৃণমূলের সাঁইথিয়া শহর সভাপতি দেবাশিস সাহা বলেন, “আমরা চেয়েছিলাম নির্বাচনে লড়াই করে বোর্ড গঠন করব। কিন্তু কেউ যদি মনোনয়ন জমা না করে তাহলে আমরা কি করব। এখন বিজেপি বলে কিছু নেই। ওদের সমস্ত কর্মী এখন তৃণমূলে। আমরা কাউকে ভয় দেখায়নি”।