|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: গত দু’সপ্তাহে ৬ জনকে জঙ্গি তকমা দিলো কেন্দ্র। এবার সাংবাদিক শুজাত বুখারির খুনের সঙ্গে জড়িত লস্করের সদস্য শেখ সাজ্জাদ ওরফে সাজ্জাদ গুল ও আল বদরের সদস্য অর্জুমান্দ গুলজার দার ওরফে হামজা বুরহানকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করল কেন্দ্র।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে সাজ্জাদ জম্মু ও কাশ্মীরের তরুণদের লস্করে যোগ দেওয়ার উসকানি দিয়ে চলেছে ও দার এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে। এ ছাড়াও আফগান যুদ্ধফেরত ৬০ থেকে ৮০ জন জঙ্গি সীমান্তরেখায় সক্রিয় রয়েছে বলে জানা যাচ্ছে। এই জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টাও চালাচ্ছে বলে জানা গিয়েছে।