দেশের প্রতিরক্ষা গবেষণার সাফল্য পিনাক রকেট

দেশের প্রতিরক্ষা গবেষণার সাফল্য পিনাক রকেট

     

     

    নতুন গতি ওয়েব ডেস্ক: দেশের প্রতিরক্ষা গবেষণায় আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার অনেক দূরের লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম পিনাক রকেট ব্যবস্থাপনার অত্যাধুনিক সংস্করণ ঘটিয়ে সফল পরীক্ষা চালাল দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও। সরকারিভাবে জানানো হয়েছে, গতকাল ওড়িশার চাঁদিপুর উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পিনাক মিসাইল ব্যবস্থাপনার একটি উন্নত সংস্করণের সফল পরীক্ষা করা হয়েছে।

    জানা গিয়েছে, ডিআরডিও-র তৈরি অত্যাধুনিক পিনাক রকেটগুলি আগের তুলনায় এখন দীর্ঘতর দূরত্বে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। নয়া রকেটের দৈর্ঘ্য আগের চেয়ে কম। পুণের ডিআরডিও পরীক্ষাগারে ওই রকেটের নক্সা তৈরি করা হয়েছে। পিনাক হল ভারতের ফ্রি ফ্লাইট অ্যাটিলারি রকেট সিস্টেম। এর পাল্লা ৩৭.৫ কিলোমিটার। এই সিস্টেমের রকেট একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার থেকে ছোঁড়া হয়। মাত্র ৪৪ সেকেন্ড ১২টি রকেট ছুড়তে পারে এই সিস্টেম। ভারতের হাতে রয়েছে পিনাক এমকে-১ রকেট। এবছর সেপ্টেম্বর মাসেই পিনাক রকেটের উত্পাদন শুরু করেছে ডিইরেক্টরেট জেনারেল অব কোয়ালিটা অ্যাসুরেন্স।