|
---|
আজিজুর রহমান : রমজান মাসে সম্প্রীতির বার্তা দিতে এবার বাঁকুড়া শহরে রমজানের খাদ্য সামগ্রী পৌছে দিলেন হাবড়া অশোকনগরের বিশিষ্ট সমাজ সেবী রিয়ারুবি। এদিন পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন ওই খাদ্য সামগ্রী নিয়ে পৌছে যান বাঁকুড়ার স্কুল তলার মোড়ে। তার সাথে ছিলেন আউসগ্রামের বিশিষ্ট সমাজসেবী অরুপ মিদ্দা। সেখানে গিয়ে তারা পঞ্চাশটি দুস্থ পরিবারের হাতে রমজানের খাদ্যসামগ্রী তুলে দেন। যাতে একটি পরিবারের বেশ কয়েকদিন চলে যাবে। জানা গেছে, হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতির বার্তা তুলে ধরতেই রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে এমন উদ্যোগ নিয়েছেন রিয়ারুবি। সেইমতই এদিন তারা বাঁকুড়া শহরে আসেন তারা। সেখানে এসে পঞ্চাশটি পরিবারের হাতে খেজুর, আপেল, চিনি, ছোলা, বেসন, চিড়ে , সহ বেশকিছু শুকনো খাবার তুলে দেন। তার এমন কাজের প্রশংসা করেছেন সকলেই। রিয়ারুবি জানিয়েছেন, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই তিনি রাজ্যের বিভিন্ন জেলায় ছোট ছোট করে ওই কর্মসুচী নিয়েছেন। রমজানের রোজা শুরুর আগে পুরুলিয়ার বরাবাজারে, তারপরই হাবড়ার অশোকনগরে, আজ বাঁকুড়ায় ছিল তাদের বিতরন কর্মসুচি। তিনি সব জায়গায় যেতে পারেন না বলে তার ওই কাজের সব কিছুর ব্যাবস্থা জাকির হোসেন নিয়েছেন।