|
---|
সংবাদদাতা : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার কলকাতার কলেজ স্কোয়ার পার্কের বিপরীতে মহাবোধি সোসাইটি হলে পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের উদ্যোগে বি আর আম্বেদকরের জন্মদিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে কবি সেখ নুরুল হুদা মহাশয়কে “বাবা সাহেব স্মৃতি সম্মান” প্রদান করা হয়। সম্মাননার উত্তরীয়, স্মারক, মেডেল এবং কাঁচ ফ্রেমে বাঁধনো মানপত্র তুলে দেন রাজ্যে মন্ত্রী নির্মল মাজি মহাশয়। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যে প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, কবি কৃষ্ণা বসু, অধ্যাপক এমদাদ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন চন্দ্রনাথ বোস ও ড রঞ্জিত দাস মহাশয়।