|
---|
সেখ সামসুদ্দিন, ৮ সেপ্টেম্বরঃ মেমারি পৌর শহরের সোনাগাছিতে ব্যবসায়ীদের সুরক্ষাতে দশটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নিজস্ব তহবিলে আনুমানিক ৫৫ হাজার টাকা ব্যয়ে এই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় বলে জানান সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিপ্লব কুমার পাল, সম্পাদক রামকৃষ্ণ হাজরা, মেমারি থানার টাউন অফিসার সুদীপ্ত সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সিসি ক্যামেরা মেমারি থানা কন্ট্রোল করবে ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব মেমারি থানা বহন করবে বলে জানান পুলিশ প্রশাসন ও বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি বৃন্দাবন পাল।