|
---|
আয়ুব আলি, নতুন গতি : উওর ২৪পরগনার আমডাঙা থানার আওয়ালসিদ্ধি এলাকায় রাতের অন্ধকারে গুলি চালনার অপরাধে পাঁচ জনের নামে এফ আই আর হয় আমডাঙা থানায়। অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেপ্তার করে ধৃতরা চারজন আব্বাস আলি মন্ডল,রবিউল মন্ডল, সাবির হোসেন ধৃতরা সকলেই আমডাঙার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এবং আমডাঙা থানার পুলিশ আর ও একজন দুস্কৃতীকে বারাসাত আদালতে পাঠানো হয় এবং আদালত সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়, আমডাঙা থানার পুলিশ সূত্রের খবর। আওয়াল সিদ্ধি মোড়ে বন্ধ একটি লটারি র দোকান পুনরায় চালু করা নিয়ে বসচা ও হাতাহাতির অভিযোগ দুপক্ষই তৃনমূল কর্মী বসচা চলাকালীন ই আব্দুল জসিমকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে দুস্কৃতিরা দুটি লক্ষ্যে বিচ্যুতি হলেও একটি গুলি এসে লাগে আব্দুল জসিমের গান পায়ে। জসিম বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন।