বর্ধমান সায়েন্স সেন্টারের ব্যবস্থাপনায় পূর্ব ও পশ্চিম বর্ধমানের ড্রামা কম্পিটিশন।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আয়োজনে বর্ধমান সায়েন্স সেন্টারের ব্যবস্থাপনায় নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৭ সেপ্টেম্বর বর্ধমান সায়েন্স সেন্টারে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা স্তরের নাটক প্রতিযোগিতার উদ্বোধন করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব বর্ধমান সার্কেল হেড রাজেশ কুমার। স্বাগত ভাষণ দেন জেলা বিজ্ঞান আধিকারিক নিখিলেশ বিশ্বাস। নিখিলেশ বিশ্বাস এক সাক্ষাৎকারে জানান পূর্ব ও পশ্চিম বর্ধমানের আটটি নাটকের দল পাঁচটি ভিন্ন উপ বিষয়ের উপর নিজেদের বিজ্ঞানমনস্ক নাটক মঞ্চস্থ করে। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্র-ছাত্রীরা এই নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। বিদ্যালয় স্তর থেকে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্যই এই নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই নাটক প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় মর্নিং সেকশন প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান পায় কাঞ্চননগর দিনোনাথ দাস উচ্চ বিদ্যালয়। পশ্চিম বর্ধমানের বার্নপুর গার্লস হাই স্কুল প্রথম স্থান দখল করে। এই জেলারই বার্নপুর বয়েজ হাই স্কুল দ্বিতীয় স্থান অধিকার করে। হরিসভা শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার পায়। কাঞ্চন নগর দিনোনাথ দাস উচ্চ বিদ্যালয় এর শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করে। শ্রেষ্ঠ অভিনেত্রী নবম শ্রেণীর ছাত্রী সরমা দাস। শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়ে কাঞ্চননগরের পক্ষে শিক্ষক সৌমেন লাহা জানান, এই ধরনের মঞ্চে আমাদের ছাত্র-ছাত্রীদের এটা প্রথম প্রয়াস। তাদের এই সাফল্যসভাবতই আমাদের সকলকে অপরিসীম আনন্দ দিয়েছে। নাট্য শিল্পীদের অভিনয় এই পুরস্কারের মূলে, যা ভবিষ্যতে নতুন নতুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহ দেবে। তাঁর পুরস্কার তিনি সমগ্র বিদ্যালয় কে উৎসর্গ করেছেন বলে জানান। ঠাকুরমার ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেত্রী সরমা দাস জানায়, অভিনয়ের জন্য খুব ভালো সংলাপ তাকে সাহায্য করেছে। সৌমেন স্যারের নির্দেশনাতে বিশেষ স্থান দখল করতে পেরেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রাক্তনী ড. সুভাষচন্দ্র দত্ত এই সকল আয়োজনের জন্য বর্ধমান সাইন্স সেন্টারের অধিকর্তা তথা জেলা বিজ্ঞান আধিকারিক নিখিলেশ বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিদ্যালয় স্তর থেকে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার যে এই উদ্যোগ এর প্রতি তিনি সাধুবাদ জানান। জেলা বিজ্ঞান আধিকারিক নিখিলেশ বিশ্বাস বলেন পূর্ব বর্ধমান থেকে বর্ধমান হরিসভা হিন্দু গার্লস মর্নিং সেকশন প্রথম স্থান অধিকার করেছে। পশ্চিম বর্ধমান থেকে বার্ণপুর গার্লস হাই স্কুল প্রথম স্থান অর্জন করেছে। দুই জেলার এই দুটি স্কুল আগামী ২৮ শে সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত রাজ্য স্তরের নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।