আনিস খানের বাড়িতে সিরাত পরিবার।

সংবাদদাতা : আজ সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট এর পক্ষ থেকে সিরাত পরিবারের প্রতিনিধি আমতা সারদা খাঁ পাড়ায় মরহুম শহীদ আনিস খানের আব্বার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন সিরাতের রাজ্য সম্পাদক, পঃবঃ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সাবেক রাজ্য সহ সভাপতি এবং আলিয়া বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তনী আবু সিদ্দিক খান, সিরাত সদস্য হাফেজ সাজ্জাদ আলি, সিরাতের দেগঙ্গা ব্লক সভাপতি মিনাউল ইসলাম, হাওড়ার হাবিবুর রহমান, আব্দুস ছামাদ, মাসুদুর রহমান প্রমুখ।সিরাত সম্পাদক ও আলিয়ার প্রাক্তনী আবু সিদ্দিক খান বলেন, আনিস খান আমাদের দেশের তথা বাংলার গর্ব। বাংলার কৃতি সন্তান, সে আলিয়ার প্রাক্তনী ও বহু গন আন্দোলনের মুখ। যে কোন বিষয়ে আপোষহীন সংগ্রাম করতেন। ফুরফুরা শরীফের পীরজাদাদের সাথে দারুণ সখ্যতা ছিল। এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াতেন। এরকম একজন নিরীহ ছেলেকে মর্মান্তিক হত্যা সত্যি বেদনাদায়ক। তার খুনে আমরা ব্যাথিত। তাই আজ আমরা এসে তার পরিবারকে সমবেদনা জানাতে। এবং আমাদের মানবিক মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ন আস্থা আছে তিনি নিশ্চিত আসল অপরাধী ও দোষী খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। আমরা চাই আর যেন এই ধরনের অপরাধ করার সাহস যেন কেউ না পায়।আনিসের পিতা সালেম খান বলেন, আমার আনিস খান চলে গেছে আর তো তাকে ফিরে পাবো না কিন্তু আর কোন আনিসের প্রাণ এইভাবে যেন ঝরে না যায়।হাবিবুর রহমান বলেন, আমরা আনিসের সুবিচার চাই, সঠিক তদন্ত হোক।শেষে সিরাতের টিম নিয়ে আনিসের কবর জিয়ারত করেন ও দোয়া করেন সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান।