|
---|
বাইজিদ মণ্ডল, নতুন গতি, ডায়মন্ড হারবার: সূত্রে খবর গত রাত্রিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে আক্রান্ত হয়। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার অন্তর্গত এলাকার ইন্ডিয়ান সেকুলার ফন্টের কর্মী সমর্থকদের বাড়ি নির্বিচারে আক্রমণ করে এবং তারা বাড়ি ভাঙচুর করে ও কর্মীদের নির্দয় প্রহার করে বলে অভিযোগ করেন আই,এস,এফ, কর্মী সমর্থক রা। সেই সূত্রে আজ রবিবার দুপুর ২ টা নাগাদ ইন্ডিয়ান সেকুলার ফন্টের চেয়ারম্যান তথা ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী দলের অন্যান্য নেতৃত্ব সহ অত্যাচারিত কর্মী ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন। স্থানীয় সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার থানার অন্তর্গত বাগদা গ্রামে ও বাসূল ডাঙ্গা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আই,এস,এফ কর্মী সমর্থক দের উপর আক্রম ও তাদের বাড়ি ভাঙচুর করে। তাদের অভিযোগ শুনে দলের কর্মী সমর্থক দের সঙ্গে তাদের বাড়িতে এসে দেখা করে জান বিধায়ক নওশাদ সিদ্দিকী,এবং তাদের অভিযোগ শুনে সব রকম দিক থেকে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়ে যান। বিধায়ক কে দেখে এলাকার মানুষের উপচে পড়া ভিরে জনজুয়ার ছিল চোখে পড়ার মতো। বিধায়ক নওশাদ সিদ্দিকী আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে দেখা করতে এসে শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন।