|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: মাঝরাতে রাজভবনের তরফ থেকে একটি চিঠি নবান্নে, অন্যটি দিল্লিতে। কিন্তু চিঠির বিষয়বস্তু কি, তা এখনো অজানা। ওয়াকিবহাল মহল মনে করছে, দিল্লিতে লেখা চিঠিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নালিশ করেছেন রাজ্যপাল। অন্যদিকে, নবান্নে দেওয়া চিঠিতে মনে করা হচ্ছে দেওয়া হয়েছে কড়া বার্তা। এই চিঠি নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে।