কলকাতার লীগের রং সাদা কালো, মোহনবাগানকে হারিয়ে লীগ জয়ের হ্যাটট্রিক মহামেডানের

সজল দাশগুপ্ত: ,কলকাতা লিগের রং এবার সাদা কালো, এদিন সুপার সিক্সে মহামেডান মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো কলকাতা লিগ। লিগ জয়ের ক্ষেত্রে হ্যাটট্রিক করল তারা, পরপর তিনবার কলকাতা লিগের শিরোপা জিতল সাদাকালো শিবির।

     

    এদিন ম্যাচের ১২ মিনিটের মাথায় রেমসঙ্গার গোলে এগিয়ে যায় মোহনবাগান। মোহনবাগান গোল পরিশোধ করার চেষ্টা করে ঠিকই কিন্তু কাজের কাজ হয়নি।

    আবারো ম্যাচের ৩৭ মিনিটে ডেভিডের গোলে ব্যবধান বাড়ায় সাদা-কালো শিবির। কলকাতা লিগে এবার ডেভিড অনবদ্য, তার গোল সংখ্যা ২১। উল্লেখ্য মোহনবাগান অনেক চেষ্টা করার পরেও গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। ইতিপূর্বে ১৯৩৪ থেকে ১৯৩৮ টানা কলকাতা লিগ জিতেছিল মহামেডান।