|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- বাংলার ২৫ শে বৈশাখ সারা দেশ ও রাজ্যে জুড়ে চলছে আমাদের সকলের প্রাণের কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মদিন পালন। পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারও ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও সরিষা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১৬৩ তম রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের যুব নেতা শামীম আহমেদ মোল্লা,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক,২নম্বর ব্লকের তৃণমূলের মহিলা সভানেত্রী শিপ্রা কাঠাল,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,সহ সভাপতি বিমলেন্দু বৈদ্য,সরিষা পঞ্চায়েত প্রধান তাপস, মইদুল ইসলাম,অরিন্দম ঘোষ সহ আরো অন্যান্য নেতৃত্ব বৃন্দ। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের পুর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শিল্পীরা গান এবং নৃত্য পরিবেশন করে উক্ত স্থানে। এছাড়াও সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডায়মন্ড হারবার জুড়ে।