লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি-সিবিআইকে ভর্ৎসনা বিচারপতি অমৃতা সিনহার

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ১৮ মাস ধরে চলছে তদন্ত কিন্তু ফলাফল শূন্য! লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি-সিবিআইকে ভর্ৎসনা বিচারপতি অমৃতা সিনহার। রিপোর্টে সংস্থার ডিরেক্টর ও কর্ণধারদের তথ্যের খতিয়ান অসম্পূর্ণ বলে জানিয়েছেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষেণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও উল্লেখ নেই রিপোর্টে। নেই তৃণমূল সাংসদের নামে থাকা জমির বিশদ বিবরণও। শুধু অভিষেক নন, সংস্থার ৬ ডিরেক্টেরের সম্পত্তির বিশদ তথ্য নেই ইডির রিপোর্টে।

     

    ভরা এজলাসে সেই রিপোর্ট দেখে উষ্মা প্রকাশ করেন বিচারপতি সিনহা। একইসঙ্গে বিশদ তথ্য জমা করার নির্দেশ দিয়েছেন তিনি। মামলার পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর।