রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মানহানি করার অভিযোগ ১২ জন প্রাক্তন উপাচার্যের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়! এবার তাঁর বিরুদ্ধে মানহানি করার অভিযোগ ১২ জন প্রাক্তন উপাচার্যের। ইতিমধ্যেই রাজভবনে ই-মেল মারফত আইনি নোটিস পাঠানো হয়েছে এবং ওই নোটিসের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।

     

    উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছিলেন, “আপনারা জানতে চাইবেন, কেন সরকারের মনোনীত উপাচার্য নিয়োগ করতে পারিনি। কারণ, তাঁদের মধ্যে কেউ দুর্নীতিপরায়ণ। কেউ ছাত্রীর শ্লীলতাহানি করেছে। আবার কেউ রাজনৈতিক খেলায় ব্যস্ত। আপনারাই বলুন বিশ্ববিদ্যালয়ে কী এমন অন্তর্বর্তী উপাচার্য থাকা উচিত যিনি দুর্নীতি করবেন বা ছাত্রীদের শ্লীলতাহানি করতে পারেন।” এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে রাজভবনের ১১ নম্বর গেটের বাইরে ধরনায় বসেছিলেন তৃণমূলপন্থী উপাচার্য ফোরামের উপাচার্য ও শিক্ষাবিদদের একাংশ।