|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ২ পঞ্চায়েত সমিতির নির্বাচিত কর্মাধক্ষ্যদের নাম প্রকাশিত হল আজ। এদিন দুপুরে ওই নাম প্রকাশিত করা হয়। যেখানে জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধক্ষ্য হন সুজন কুমার মন্ডল। কৃষি, সেচ ও সমবায় পান সাবিনা ইয়াসমিন সেখ। পূর্ত ও পরিবহনের দায়িত্ব দেওয়া হয় রুবিমণি কিসকুকে। এদিকে শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধক্ষ্য হন সুজিত কুমার সাম। খাদ্য ও সরবরাহ পান সুজাতা মান্না। বন ও ভূমি সংস্কার পান কৌশিক সাম। মৎস্য ও প্রানী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব দেওয়া হয় সান্ত্বনা বাগদিকে। শিশু ও নারী উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ এর দায়িত্ব পান অনিতা দাস। এছাড়াও ক্ষুদ্র শিল্প, বিদ্যুত ও অচিরাচরিত শক্তি দায়িত্ব পান বর্ষিয়ান তৃণমূল নেতা নব কুমার হাজরা। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হেমন্ত পাল জানান, ইতিমধ্যেই সমিতির সভাপতি হয়েছেন লিলি মোল্লা। ও সহসভাপতি হয়েছেন তিনি নিজে। আমাদের পঞ্চায়েত সমিতি পরিচালনা সাথে সাথে এলাকার মানুষের জন্য কাজ করবেন এই কর্মাধক্ষ্যরা। তাছাড়া মানুষের যে কোন কাজে আমাদের সমিতির দরজা সবসময় খোলা রয়েছে। মানুষের কল্যাণে আগামী পাঁচ বছর আমরা সকলে মিলিত হয়ে উন্নয়নের লক্ষে কাজ করবো।