জয় হিন্দ বাহিনীর সভাপতি ও চেয়ারম্যান পরিবর্তন

সেখ সামসুদ্দিন, ১৪ সেপ্টেম্বর : মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে মেমারি বামুনপাড়া মোড়ে একটি পথসভা করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের সমর্থনে এদিনের এই পথসভা। এই স্থানে দুদিন আগেই মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে একটি পথসভা করা হয়েছিল, তবে সেদিনের জয় হিন্দ বাহিনীর সভাপতি ও চেয়ারম্যান আজ আর পদে নেই। নতুন সভাপতি ও চেয়ারম্যানের নাম আজ পথসভার মঞ্চ থেকে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল ঘোষণা করেন। মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর নতুন সভাপতি সুনীল চৌধুরী ও চেয়ারম্যান মহম্মদ মুস্তাফা কামাল মল্লিক। উল্লেখ্য মেমারি শহর জয় হিন্দ বাহিনীর এই চেয়ারম্যান ও সভাপতির পদে একপ্রকার বলা যায় প্রতিমাসে একবার করে পরিবর্তন। এই পরিবর্তন কিসের? জেলা সভাপতির কি মেরুদন্ড নেই? উত্তরে শহর-সভাপতি বলেন কিছু জানা নেই। এদিন নতুন প্রেসিডেন্ট ও চেয়ারম্যান -এর হাতে তাদের এপয়েন্টমেন্ট লেটার তুলে দেন শহর সভাপতি। উপস্থিত ছিলেন জেলা ছাত্রনেতা মুকেশ শর্মা, শহর তৃণমূল কংগ্রেস নেতা কমলেশ মণ্ডল, ১ নম্বর ওয়ার্ড সভাপতি অজিত সিং, ১২ নম্বর ওয়ার্ড সভাপতি জগন্নাথ ধোলে সহ অন্যান্য ওয়ার্ডের সভাপতি ও শহর তৃণমূলের নেতৃত্ব। এ দিনের পথসভায় নেতৃত্বের বক্তব্যে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছিল তীব্র আক্রমণের ঝাঁঝ। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয় আসন্ন লোকসভা নির্বাচনে এই পরিবর্তনের নেতা নরেন্দ্র মোদীকে পরিবর্তন করতে তৃণমূলকে ভোট দিন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর আসনে বসান।