|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইমাম-মোয়াজ্জেমদের সভায় ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’ক্ষেত্রেই ৫০০ টাকা ভাতাবৃদ্ধির ঘোষণা করেন তিনি।
মঞ্চ থেকে বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, “হিন্দুভাইরা দাঙ্গা করেনা। সংখ্যালঘুরা দাঙ্গা করেনা। বিজেপি উসকানি দেয়। সংখ্যালঘু ভাইয়েরা বড্ড তাড়াতাড়ি মাথা গরম করে ফেলেন। এটা করবেন না। ওঁরা চায় যাতে আপনারা মাথা গরম করেন। তাহলেই অশান্তির জিগির তুলতে পারবে। ওরা মুসলিমদের সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিতে পারবে। এনআইএ লেলিয়ে দেবে।” সংখ্যালঘু সম্প্রদায়ের ইমাম ও মোয়াজ্জেমদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আরজি, “আপনারা একটু দেখবেন যাতে অশান্তি না হয়। কাউকে যেন ভুলপথে চালনা করতে না পারে।”