ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন করে তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।  আগামী ৯ তারিখ তাঁকে সিজিও কমপ্লেক্সে  হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও তলব করল ইডি। আগামী ১১ অক্টোবর তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে বলে খবর।

     

    সূত্রের খবর,  রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করতে চান ইডি আধিকারিকরা। তাঁদের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে নতুন কয়েকটি তথ্য এসেছে। তার ভিত্তিতেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। আর তাঁর বয়ানও রেকর্ড করা হতে পারে।