|
---|
নিজস্ব সংবাদদাতা : সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে এনজেপীতে আটকে বহু পর্যটক।বুধবার সকাল থেকে শিলিগুড়ি-সিকিমগামী সমস্ত সরকারি ও বেসরকারি বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।যার ফলে সমস্যায় পড়েছেন শিলিগুড়িতে আসা পর্যটক, শ্রমিক সহ যাত্রীরা।বহু পর্যটক, শ্রমিক ও কর্মীরা আটকে পড়েছেন এনজেপি স্টেশনে।ছোট গাড়ি চলাচল করলেও বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যেতে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে।কিছু সংখ্যক মানুষের পক্ষে তা সম্ভব হলেও শ্রমিকদের পক্ষে অতিরিক্ত ভাড়া দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে স্টেশনেই রয়েছেন তারা। এখনো প্রচুর পর্যটক এনজেপী তে আসছেন ঘন্টা পর পর। এত পর্যটক আসার ফলে এন জেপীতে অন্যান্য যাত্রীরাও সমস্যায় পড়ে যাচ্ছেন। জল এবং খাবার ঠিচমতো নেই অনেক পর্যটকের কাছে, তার ফলে একদিকে যেমন খাবারের সমস্যা তৈরী হয়েছে অন্যদিকে শিলিগুড়িতে বৃষ্টি শুরু হওয়ায় থাকবার জন্য জায়গা পেতেও সমস্যায় পড়ে গেছেন পর্যটকেরা। যদিও রেলের তরফ থেকে পর্যটকদের জন্য আজ দুপুরে খাবারের ব্যাবস্থা হয়েছে।
এদিকে অনেকে জরুরি কাজে সিকিমে যাওয়ার জন্য মঙ্গলবারই শিলিগুড়িতে পৌঁছেছেন।সকালে বিপর্যয়ের কথা শুনেই চিন্তায় রয়েছেন। সন্ধ্যায় কিছু পর্যটকের ফিরে যাবার কথা থাকলেও অনেক পর্যটকের আজকের টিকিট না থাকায় সমস্যায় পড়ে গেছেন তারা।